নন্দ উৎসব অনুষ্ঠিত হল জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে (ভিডিও সহ)

জলপাইগুড়ি : নন্দ উৎসব অনুষ্ঠিত হল জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে। ৫১৫ বছরের জলপাইগুড়ির রাজবাড়ির দূর্গাপূজার কাঠামো পূজা হল কাঁদো খেলার মধ্যে দিয়ে মঙ্গলবার সকালে। কথিত আছে জন্মাষ্টমীর পরের দিন শ্রী কৃষ্ণ প্রথম কাঁদো খেলেছিলেন!

আর সেদিন থেকে রাজপরিবারের সদস্যরা এই কাঁদো খেলার মধ্যে দিয়ে দূর্গা প্রতিমা বানানোর জন্য ব‍্যবহার করে আসছে। উল্লেখ্য এদিন ঢাক, কাসর বাজিয়ে স্থানীয় কিশোরদের নিয়ে কাঁদো খেলার আয়োজন করেন রাজবাড়ির সদস্যরা। এই উৎসবকে নন্দ উৎসব বলা হয়। এই কাদা দিয়ে আজ থেকেই দূর্গা প্রতিমার গড়ার কাজ শুরু করবেন মৃৎশিল্পীরা। এই রীতি নিয়ম বংশ পরম্পরায় চলে আসছে রাজবাড়িতে। রাজবাড়ীর বর্তমান সদস্য প্রণত কুমার বসু এই কাঁদো খেলার আয়োজন করেন। এদিন উপস্থিত ছিলেন রাজবধূ লিন্ডা বসুও।

রাজপরিবারের সদস্য প্রণত কুমার বসু বলেন, আজকে কাঠামো পুজো হল। এবছর ৫১৫ বছরে পড়লো রাজবাড়ীর দূর্গাপূজা।

রাজপরিবারের সদস্যা লিন্ডা বসু (পুত্রবধূ) বলেন, এবারে পুজোর প্রস্তুতি তাড়াহুড়োয় আছে। কটন এবার সময়টা খুবই কম। আজ কাঠামো পুজো হল। আর একমাস বাকি পুজোর। কাল রাতে জন্মাষ্টমীর পুজো হয়েছে।

রাজপুরোহিত শিবু ঘোষাল বলেন, রাজবাড়ীর পুজো অতি প্রাচীন। আজ থেকে জোরকদমে এই কাঠামোর উপর দূর্গা প্রতিমা তৈরির কাজ শুরু হবে। কালিকাপূরাণ মতে তাদের এই পূজা হয় বলে তিনি জানান।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *