নানুর, কার্তিক ভাণ্ডারী: কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন নানুরের বনগ্রামের বাসিন্দা সিআরপিএফ জওয়ান মহাদেব ঘোষ (৫৮)। ঝাড়খণ্ডে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে জামশেদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রবিবার রাতে তাঁর কফিনবন্দি দেহ নানুরের বনগ্রামে আনা হলে সিআরপিএফ-এর পক্ষ থেকে যথাযথ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। গ্রামের মানুষও তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
সম্প্রতি নানুর ব্লকের কীর্ণাহারের বাসিন্দা সিআরপিএফ জওয়ান সোমনাথ চ্যাটার্জির অকাল প্রয়াণের পর ফের মহাদেব ঘোষের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে সমগ্র বনগ্রাম শোকস্তব্ধ।