জলপাইগুড়ি : রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানার সামনে বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়ি সদর (১), (২) কংগ্রেস কমিটি এবং জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির।

শনিবার শহরের থানামোড় এলাকার কংগ্রেস কার্যালয় রাজীব ভবনের সামনে থেকে রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতি এবং নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে প্রতিবাদ জানায়। প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কোতয়ালী থানার সামনে এসে শেষ হয়। শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সী বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশ অনুসারে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা পশ্চিমবঙ্গে থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ! সেই কর্মসূচির অঙ্গ হিসেবে জলপাইগুড়ি কোতয়ালী থানার সামনে বিক্ষোভ কর্মসূচি প্রদান করা হয়।