দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি নৌসদ সিদ্দিকির

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৭ আগস্ট’২৩ : রবিবার সকালে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরনে কেঁপে উঠেছিল দত্তপুকুরের মোছপোল গ্রাম। বিস্ফোরনে মৃতের ও আহতের সংখ্যা একাধিক।

Nausad Siddiqui demanded an NIA investigation into the explosion at the illegal betting factory in Dattapukur

ঘটনাস্থল পরিদর্শন করে আইএসএফ বিধায়ক নৌসদ সিদ্দিকি এনআইএ তদন্তের দাবি করলেন। সেইসঙ্গে তার অভিযোগ, বাজি তৈরির আড়ালে অন্যকিছু তৈরি হত। নৌসদের সাফ বক্তব্য, ঘটনায় তদন্তের ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে জেতা শাসকদলের লোকজনকেও জিজ্ঞাসা করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *