জলপাইগুড়ি : কুপ্রস্তাবে সায় না দেওয়ায় এক মহিলার মাথায় কোদাল দিয়ে কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের। বুধবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাঠ এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
অভিযোগকারী পরিবার সূত্রে জানা গেছে , আক্রান্ত মহিলা এদিন রান্না সেরে মাঠে কর্মরত তার পরিবারের সদস্যদের দুপুরের খাওয়ার জন্য ডাকতে যাচ্ছিলেন। সেই সময় প্রতিবেশী উত্তম রায় মাঠে ফাঁকা জায়গায় তাকে কুপ্রস্তাব দেয়। ওই মহিলা তার কুপ্রস্তাবে সায় না দিয়ে চিৎকার শুরু করে। সেই সময় ঘটনাস্থলে আসে উত্তমের স্ত্রী। এরপর স্বামী ও স্ত্রী মিলে ওই মহিলাকে হেনস্থা করা শুরু করে বলে অভিযোগ এবং উত্তম রায় তার হাতে থাকা কোদাল দিয়ে মহিলার মাথায় আঘাত করে। এরপর লাঠি দিয়েও ওই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ।

মহিলার পরিবারের সদস্যরা চিৎকার শুনে ঘটনাস্থলে গেলে ততক্ষণে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে এবং পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি বেগতিক হওয়ায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকেও ওই মহিলাকে রেফার করা হয় । এরপর আক্রান্ত মহিলার পরিবারের তরফে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগে দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোজে তল্লাশি চলছে।