কাঠমাণ্ডু, নেপাল : টানা প্রবল বর্ষণে নেপালের পাহাড়ি ও উপত্যকা অঞ্চলে সৃষ্টি হয়েছে বিপর্যস্ত পরিস্থিতি। ভূমিধস, আকস্মিক বন্যা ও তুষারপাতের কারণে একাধিক প্রধান রাস্তা বন্ধ হয়ে পড়েছে এবং যান চলাচল প্রায় ব্যাহত হয়েছে। নেপালের আবহাওয়া ও জলবায়ু বিভাগ জানিয়েছে, অন্তত ৬ অক্টোবর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

কাঠমাণ্ডু উপত্যকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। রাজধানীতে জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য যানবাহনের চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে। অভ্যন্তরীণ বিমান পরিষেবা প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকলেও আন্তর্জাতিক ফ্লাইট আপাতত চালু রয়েছে।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেপাল ট্যুরিজম বোর্ড (NTB) বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে। পর্যটকদের বলা হয়েছে, সরকারি আবহাওয়া আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং শুধুমাত্র নিবন্ধিত ট্রাভেল কোম্পানি ও অনুমোদিত গাইডের সঙ্গে ভ্রমণ করতে। যাত্রার আগে রাস্তা ও গন্তব্যের বর্তমান অবস্থা যাচাই করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ট্যুর অপারেটর ও ডিএমসি সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ভ্রমণকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে। চালক ও গাইডদের সুরক্ষা নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সম্প্রদায়কেও সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের সহায়তা প্রদানে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে নেপালে প্রায় ২০,০০০ পর্যটক অবস্থান করছেন। যেকোনো বিপদে খাদ্য, আশ্রয় বা প্রাথমিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি রাখা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার। খারাপ আবহাওয়ার পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, উদ্ধার সংস্থা এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করছে।
এই আবহাওয়া পরিস্থিতিতে দেশজুড়ে মানুষকে সচেতন থাকার পাশাপাশি নিজ নিজ নিরাপত্তা বজায় রাখার গুরুত্বও আবার একবার মনে করিয়ে দিচ্ছে।