জলপাইগুড়ি : আজ, বৃহস্পতিবার, জলপাইগুড়িতে মহাসমারোহে পালিত হলো স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।

এই উপলক্ষে পুরসভা ভবনের সামনে থেকে একটি বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান পথ ধরে করলাব্রীজ সংলগ্ন শিবাজী রোডে নেতাজির মূর্তির পাদদেশে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জলপাইগুড়ি পুরমাতা পাপিয়া পাল, উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল, ওয়ার্ড কাউন্সিলর, পুর আধিকারিক ও কর্মীরা।

শোভাযাত্রায় স্কুলের হাজার হাজার ছাত্র-ছাত্রী, বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, পুলিশ ব্যান্ড পার্টি, এবং ট্যাবলো ছিল বিশেষ আকর্ষণ।

শোভাযাত্রা শেষে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন জলপাইগুড়ি পুরমাতা পাপিয়া পাল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক, জেলা শাসক শামা পারভীন, জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনসহ শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

সবার উপস্থিতিতে নেতাজির মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বীর নেতাকে শ্রদ্ধা জানানো হয়।

নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের মাধ্যমে জলপাইগুড়িবাসী দেশনায়কের অবদানকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করল।