ডিজিটাল ডেস্ক : নিকি তাম্বোলি হলেন একজন সুন্দরী ভারতীয় মডেল ও অভিনেত্রী। ২৮ বছর বয়সী নিকির জন্ম মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে হলেও তিনি মূলত অভিনয় করে থাকেন তামিল এবং তেলুগু সিনেমায়। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি নিকি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। নিয়মিত তিনি তাঁর একাউন্ট থেকে সাহসী ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন। ইন্সট্রাগ্রামে তাঁর ভক্তের সংখ্যা পাঁচ মিলিয়ন। সম্প্রতি নিকি কালো বিকিনি পড়ে এমন কিছু সাহসী ছবি পোস্ট করেছেন যা দেখে সকলের চোখ ছানাবড়া হয়ে গেছে।
কালো বিকিনিতে মাটিতে শুয়ে নিকির সাহসী লুক দেখে কাত সোশ্যাল মিডিয়া। ছবি শেয়ার করে নিকি মজার ক্যাপশন দিয়ে লিখেছেন, ‘আমি কি ঠিক এভাবেই তোমার স্বপ্নে এসেছি? উফ দুঃখিত না এভাবে নয়।’ সেইসব ছবি দেখে কেউ বলেছেন, ‘কেউ প্লিজ এই উত্তেজনা বন্ধ করুন।’ কেউ বলছেন, ‘আপনার ভক্তরা এত উত্তেজনা সহজে সামলাতে পারছেন না।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নিকির সেই ছবি। ইতিমধ্যে আড়াই লক্ষের বেশি লাইক পড়েছে সেই পোস্টে। দেখুন নিকির সেই দুটি ভাইরাল পোস্ট।