বিধান জুয়েলারি ডাকাতি কাণ্ডে নতুন গ্রেফতার, এখনও অধরা ১১ কোটি টাকার সোনা-হীরা

শিলিগুড়ি :- বহুল চর্চিত বিধান জুয়েলারি ডাকাতি মামলায় বড় সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। বিহার ও উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হল আরও চার অভিযুক্ত—রহিত কুমার সিং, শুভম কুমার, অলোক কুমার ও রজনি কুমার। এর মধ্যে তিনজনকে ধরা হয়েছে বিহারের বৈশালী জেলায় এবং একজনকে ইউপি থেকে।

New arrest in Bidhan Jewellery robbery case; gold and diamonds worth Rs 11 crore still missing

ধৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ৫৫ গ্রাম সোনা ও ৩২ হাজার টাকা। তবে ২২শে জুন দুপুরে হিলকার্ট রোডের বিধান জুয়েলারিতে সংঘটিত ডাকাতির মূল লুণ্ঠন, প্রায় ১১ কোটি টাকার হীরা ও সোনালঙ্কার এখনও অধরা।

এই মামলায় এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার ধৃত চারজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। তদন্তকারীরা মনে করছেন, চক্রের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এখনও পলাতক, তাদের খোঁজে তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *