জলপাইগুড়ি, ১২ মে : শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়দের এগিয়ে চলার পথে এক গুরুত্বপূর্ণ ধাপ—আজ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা ডেফ ক্রীড়া সংস্থার পঞ্চম বার্ষিক সাধারণ সভা। জেলা ক্রীড়া সংস্থা (DSA) অফিসে আয়োজিত এই সভায় তিন বছরের জন্য গঠিত হলো নতুন কার্যনির্বাহী কমিটি।
পুনরায় সভাপতি হিসেবে দায়িত্বে এলেন শ্বাশ্বতী গুহ রায়, সাধারণ সম্পাদক পদে অভিষেক বসু এবং সহ-সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হলেন দিলীপ শা। নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন রানা রায়। কমিটির নতুন মুখ হিসেবে কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম, রিক সরকার, প্রকাশ রায়, তাপস বর্মন, বিদ্যা সরকার এবং সোনালী বিশ্বাস।
এই বিশেষ সভায় সংস্থার মুখ উজ্জ্বল করে জাতীয় ডেফ ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী প্রশান্ত হালদার এবং রুপোপদক জয়ী রিয়া রায়-কে সংবর্ধনা জানানো হয়। কেবল ক্রীড়া নয়, শিক্ষাক্ষেত্রেও কৃতিত্ব অর্জন করায় সোনালী বিশ্বাস এবং প্রেম শা-কে সংবর্ধিত করা হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সাফল্যের জন্য।
জেলার বাইরের প্রতিভাবান সদস্যরাও এবার যুক্ত হয়েছেন জলপাইগুড়ির ডেফ ক্রীড়া পরিবারে—আলিপুরদুয়ার থেকে প্রশান্ত, মালবাজার থেকে মনিকা ওরাওঁ, এবং জলপাইগুড়ি থেকে বিদ্যা সরকার ও সায়ন্তনী রায়।
উপস্থিত ছিলেন বাংলা ডেফ ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মণীশ কুমার দাস, সদস্য পার্থ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভার প্রতিটি মুহূর্তে উঠে এসেছে—শ্রবণ প্রতিবন্ধীদেরও সমানভাবে ক্রীড়া ও শিক্ষায় এগিয়ে চলার অদম্য আত্মবিশ্বাস ও প্রয়াস।