নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির বার্ষিক সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী সমিতি গঠন

জলপাইগুড়ি: রবিবার বাবুপাড়া ক্লাব ভবনে অনুষ্ঠিত হলো নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির বার্ষিক সাধারণ সভা। সদস্যদের উপস্থিতিতে ক্লাবের সম্পাদক সুজয় বণিক ২০২৪-২৫ বর্ষের সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। সেখানে গত এক বছরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি কোষাধ্যক্ষ বিপ্লব বসাক সংস্থার আয়-ব্যয়ের খতিয়ান উপস্থাপন করেন, যা সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

New executive committee formed at the annual general meeting of Nature and Trekkers Club of Jalpaiguri

সভায় ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী সমিতি গঠন করা হয়। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রদোষ কুসুম দাস, সহ-সভাপতি মিহির বন্দোপাধ্যায়, সম্পাদক দীপঙ্কর পুরোকায়স্থ এবং কোষাধ্যক্ষ অমিত দাস। এছাড়াও ১৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গড়ে তোলা হয়েছে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, ভ্রমণ ও ট্রেকিং অভিযানের পাশাপাশি নানা সমাজসেবামূলক কার্যক্রমের পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় উপস্থিত সদস্যরা জানান, নতুন সমিতির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে তাদের বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *