নিউ জলপাইগুড়ি – ঢাকা “মিতালি এক্সপ্রেস” ভারতীয় ভূখণ্ড ছেড়ে প্রবেশ করলো বাংলাদেশে

নিজস্ব সংবাদদাতা, হলদিবাড়ি, ১ জুন ২০২২ : নিউ জলপাইগুড়ি – ঢাকা “মিতালি এক্সপ্রেস” ভারতীয় ভূখণ্ড ছেড়ে প্রবেশ করলো বাংলাদেশে। ৫৬ বছর পর এদিন ১২ জন যাত্রী নিয়ে ভারত থেকে কাঁটাতারের সীমানা পেরিয়ে বাংলাদেশে ছুটল মিতালি এক্সপ্রেস। 

মিতালি এক্সপ্রেস ট্রেন চলাচল কে কেন্দ্র করে দুই দেশের মানুষের মধ্যে আবেগ  ছিল  চোখে দেখার মতো। এদিন ট্রেন চলাচলকে কেন্দ্র করে  সীমান্তে BSF এর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো । এনজেপি থেকে ট্রেনটি ছেড়ে হলদিবাড়ি ষ্টেশনে আসার পর সীমান্ত BSF কাগজপত্র দেখে তারপর গেট খুলে ট্রেনটিকে যাবার অনুমতি দেয়।

উল্লেখ্য হলদিবাড়ি এবং চিলাহাটি আন্তর্জাতিক রেলরুটে প্রায় ছয় দশক আগে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু ছিল। পরবর্তীতে এই রুটে পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায় রেলওয়ে পরিষেবা। ভারতের রেল দপ্তরে পক্ষ থেকে উঠিয়ে নেওয়া হয় ভারতীয় মাটিতে অবস্থিত এই রেল লাইন। পরে অবশ্যই আলোচনা এবং দুই দেশের সমঝোতার ফলে পুনরায় বসানো হয় রেললাইন।

কিন্তু একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর দু’দেশের মধ্যে পুনরায় যাত্রীবাহী রেল পরিষেবা চালুকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ- উদ্দীপনা রয়েছে দু দেশের মানুষের মধ্যে। তাই আজ বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রচুর দর্শকরা ইচ্ছা থাকা সত্ত্বেও বাংলাদেশে প্রবেশ করতে না পারলেও লাইনের দু’পাশে দাঁড়িয়ে হৃদয়ের সুখানুভূতি কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন এবং এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকাটাও অনেক বড় গর্বের বিষয় বলে মনে করছেন সর্বস্তরের মানুষরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *