বীরভূম: পৌষ মাসের প্রথম দিন থেকে তারাপীঠ মন্দিরে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হয়েছে। মা তারার মন্দিরে এবার থেকে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভক্তদের মন্দিরে প্রবেশের আগেই মোবাইল গেটের নিরাপত্তা রক্ষীদের কাছে জমা রাখতে হবে।

সম্প্রতি জেলাশাসকের নেতৃত্বে মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি এবং সেবাইতদের সঙ্গে এক বৈঠক হয়। মন্দিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ওই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন নিয়ম অনুযায়ী, মন্দিরের দরজা নির্দিষ্ট সময়ে খোলা এবং বন্ধ করা হবে। মা তারার ভোগ নিবেদনও নির্দিষ্ট সময়েই সম্পন্ন করতে হবে। ভক্তদের সুবিধার্থে পুজোর জন্য দুটি আলাদা লাইন রাখা হয়েছে—একটি সাধারণ লাইন এবং একটি বিশেষ লাইন। সাধারণ লাইন এক ঘণ্টা আগে খোলা হবে এবং পরে বিশেষ লাইন চালু হবে।

এছাড়াও গর্ভগৃহের শৃঙ্খলা বজায় রাখতে নতুন নিয়মে বলা হয়েছে, গর্ভগৃহে গোলাপজল বা আলতা দেওয়া যাবে না। ভক্তরা আর মায়ের চরণ স্পর্শ করতে বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না। মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে এবং মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
(বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট)