জলপাইগুড়ি: শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নতুন ট্রাফিক বুথ উদ্বোধন করল জেলা পুলিশ। বৃহস্পতিবার শহরের বড় পোস্ট অফিস মোড়ে পুরোনো ট্রাফিক বুথের পাশে আরেকটি নতুন ট্রাফিক বুথ স্থাপন করা হয়।
এই মোড়ে দিনের বিভিন্ন সময় ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা যান নিয়ন্ত্রণ করেন। রৌদ্র, ঝড়-বৃষ্টি ইত্যাদির কারণে তাদের কাজে সমস্যা হয়। নতুন ট্রাফিক বুথ স্থাপনের ফলে সেই সমস্যার অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত এই ট্রাফিক বুথের উদ্বোধন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায়, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী, এবং ট্রাফিক আইসি অমিতাভ দাস।
পুলিশ সুপার জানান, “শহরে মোট ১৫টি নতুন ট্রাফিক বুথ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই পথ দুর্ঘটনায় মৃত্যুর হার ৮ শতাংশ কমানো সম্ভব হয়েছে। আমরা এই হার আরও কমানোর উদ্যোগ নিচ্ছি।”
শহরের ব্যস্ত এলাকাগুলিতে নতুন ট্রাফিক বুথ স্থাপনের ফলে যান চলাচলে শৃঙ্খলা আরও বাড়বে এবং পথ দুর্ঘটনার হার কমবে বলে মনে করছেন প্রশাসন।