নববর্ষের আগমনী বার্তা, চৈত্র সেলে মেতে উঠল জলপাইগুড়ি

নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি : পহেলা বৈশাখের আগের সন্ধ্যা মানেই যেন এক রঙিন উন্মাদনা। আর সেই উন্মাদনার আঁচ এবার স্পষ্ট জলপাইগুড়ির বাজারে। শহরের মার্চেন্ট রোড এখন রীতিমতো উৎসবের মঞ্চ—রাস্তাজুড়ে টুনি লাইটের ঝলকানি, আর তার নিচে উপচে পড়া ভিড়।

চৈত্র সেলের শেষ লগ্নে বাঙালির কেনাকাটার সেই পুরনো ছবিটাই যেন আবার ফিরে এসেছে। জামাকাপড়, ব্যাগ, জুতো—কোনোটাই বাদ যাচ্ছে না। কেউ কিনছেন নববর্ষের নতুন পোশাক, তো কেউ ব্যস্ত প্রিয়জনের জন্য উপহার বেছে নিতে।

দিন নয়, এখন জমজমাট বাজার রাতেও। দোকানির হাঁকডাক আর ক্রেতার দরদামের মাঝে যেন বাতাসেও লেগে আছে পয়লা বৈশাখের গন্ধ।

এক ক্রেতার কথায়, “এটাই তো বাঙালির আনন্দ—নতুন বছরকে বরণ করতে নতুন কিছু কেনাকাটা, আর পরিবার নিয়ে এই ভিড়ের মধ্যেই হাসিখুশি সময় কাটানো।”

জলপাইগুড়ির মার্চেন্ট রোড শুধু একটি বাজার নয়, এই মুহূর্তে যেন বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের এক মোহনীয় রূপ। নববর্ষ আসার আগেই শহর জানিয়ে দিল—“এসো হে বৈশাখ!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *