পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত এনআইএ


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৬ এপ্রিল’২৪ : ফের হামলার মুখে কেন্দ্রীয় এজেন্সি। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে হামলার মুখে পড়েছিলেন ইডি-র অধিকারিকরা। আজ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে এনআইএ।

NIA attacked Bhupatinagar in East Medinipur

প্রসঙ্গত, ২০২২ সালের ২ ডিসেম্বর ভূপতিনগরে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিল। আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। শনিবার ভোরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ভূপতিনগরে যান এনআইয়ের অধিকারিকরা। সূত্র বলছে, প্রথমে স্থানীয় তৃণমূল নেতা বলাই চরণ মাইতিকে গাড়িতে তোলে এনআইএ। তারপর মনোব্রত জানাকে গাড়িতে তুলতেই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। মহিলারা ঘর থেকে বেরিয়ে এসে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির গাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। তাতে আহত হন এক অধিকারিক। যদিও বাধা অতিক্রম করে ধৃত দু’জনকে কলকাতায় নিয়ে আসা হয়। সূত্র বলছে, বলাই চরণ মাইতি ও মনোব্রত জানাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ভোটের কাজে ব্যস্ত বলে তারা হাজিরা এড়িয়ে যান। পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। যদিও ভূপতিনগরে এনআইয়ের ওপর হামলার ঘটনায় মুখ্যসচিবকে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *