“রাজ্যে কোন কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেনি”- তৃণমূল

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ সেপ্টেম্বর : বৃহস্পতিবার তৃণমূল কৃষাণ ক্ষেত মজদুর কমিটির জলপাইগুড়ি জেলা সভাপতি তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ সাংবাদিক বৈঠক করে বিজেপির মিথ্যে প্রচারের বিরুদ্ধে আক্রমণ করলেন। উল্লেখ্য পশ্চিমবঙ্গের একজন কৃষকও ফসলের দাম না পেয়ে মারা যায়নি দাবি জলপাইগুড়ি তৃণমূল কৃষাণ ক্ষেত মজদুর কমিটির। বুধবার ও বৃহস্পতিবার বিজেপি কৃষাণ মোর্চার ক্ষেত্রিয় প্রশিক্ষণ শিবির চলছে ডুয়ার্সে এক রিসোর্টে। এই প্রশিক্ষণ শিবির থেকে জানানো হয় পশ্চিমবঙ্গে ১২২ জন কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছেন। সরকারিভাবে এই তথ্য উঠে এসেছে বলে দাবি বিজেপির। বিজেপি কৃষক সংগঠন উত্তরবঙ্গে অশান্তি ছড়াতে রাজনৈতিক স্বার্থে ভুয়ো খবর ছড়াচ্ছে ও নেতারা মিথ্যে মন্তব্য করছেন বলে অভিযোগ তৃণমূলের। এদিন সাংবাদিক বৈঠক করে দুলাল বাবু বলেন,” সম্পূর্ণ মিথ্যে তথ্য। রাজ্যে কোন কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেননি৷ কিছু কৃষকের মৃত্যু হয়েছে অন্য বিভিন্ন কারণে। উল্টে পৃথিবীতে সবচেয়ে বেশি কৃষকদের সুযোগ সুবিধে সহ একাধিক প্রকল্প রয়েছে শুধু মাত্র পশ্চিমবঙ্গে দাবী তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে অশান্তি ছড়াতে বিজেপি মিথ্যে প্রচার করছে। সাধারণ মানুষ ২০২১ সালে নির্বাচনে জবাব দিয়েছে, সামনের ভোটেও জবাব পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *