উত্তরেও স্বাভাবিক জনজীবনে পড়ছে গরমের প্রভাব, গরম থেকে বাঁচতে কি করবেন জানালেন চিকিৎসক

সংবাদদাতা, জলপাইগুড়ি : দক্ষিণের তুলনায় কম হলেও উত্তরেও স্বাভাবিক জনজীবনে পড়ছে গরমের প্রভাব, ভীড় বাড়ছে হাসপাতালে। গরম থেকে বাঁচতে কি করবেন জানালেন চিকিৎসক।


তুলনামূলকভাবে দক্ষিনবঙ্গের তুলনায় উত্তরের জলপাইগুড়ি সহ আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেলেও সঙ্গে অল্পবিস্তর হাওয়া থাকায় অনেকটাই স্বস্তি জনজীবনে। তবে বিগত কয়েক দিন থেকেই বাড়ছে তাপমাত্রা, সোমবার শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রী পৌঁছে গিয়েছিল। আর এর সব থেকে বেশী প্রভাব পড়েছে সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর। গরমের সঙ্গে জেলায় বাড়ছে গরমের সঙ্গে জড়িত নানান শারীরিক অসুস্থতা।

মঙ্গলবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতালে এর প্রতিফলন লক্ষ্য করা যায়। গ্রামাঞ্চল থেকে জ্বর সর্দি কাশি সহ অন্যান্য উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে শহরমুখি হয়েছেন অনেকই।

Normal public life is also affected by the heat in the north

গরম থেকে নিজেকে রক্ষা করার বিষয়ে চিকিৎসক সৌমেন সাহা জানান, যতটা সম্ভব রোদ এড়িয়ে চলতে হবে, সঙ্গে দিনে কম করে তিন লিটার জল বা ওআরএস পান করা খুবই জরুরী। জরুরী প্রয়োজন ছাড়া বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাইরে না বের হওয়াই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *