সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ জুলাই ২০২২ : রাজ্যের যুবদের বিপথে চালিত করেছে বর্তমান রাজ্য সরকার ও শাসক দল, জলপাইগুড়িতে এমনটাই বললেন DYFI এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। রবিবার জলপাইগুড়িতে DYFI এর ডাকে ‘গ্রাম বাংলায় লুটের রাজনীতির বিরুদ্ধে ও কাজের দাবিতে লড়াই’ শীর্ষক একটি আলোচনা সভা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন DYFI এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি৷
জলপাইগুড়ি জেলা পরিষদ হলে যুবশক্তি DYFI পক্ষে থেকে আলোচনা সভা শুরু হয় জলপাইগুড়ি জেলা সমস্ত কমীদের নিয়ে প্রথমে গানের মধ্যে । তাদের এই কর্মী সভায় মূল উদ্দেশ্য ছিল গ্ৰাম বাংলা লুটের রাজনীতির বিরুদ্ধে এবং নিজের কাজের দাবি নিয়ে আলোচনা সভা।
তারপর সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, বাংলার রাজনীতি লুটে খাওয়া রাজনীতিতে পরিনত হয়েছে । টাকা দিলে চাকরি হচ্ছে, শিক্ষার প্রয়োজন নেই৷ যুব সমাজকে বিপথে চালিত করছে বর্তমান শাসক দল ও রাজ্য সরকার। যদি প্রতিবাদ কেউ করে পুলিশ লাঠি মেরে তাড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, শুধু শিক্ষা ক্ষেত্রে নয় সবখানে দুর্নীতি হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় শুধু নয় এই দুর্নীতির সাথে জড়িত আছে আর অনেকেই। সঠিক তদন্ত হলে সেই সব নাম বেরিয়ে আসবে।