নার্সিং প্রশিক্ষণের প্রথম ধাপ সম্পন্ন, শপথ নিলেন জলপাইগুড়ি মেডিক্যালের ছাত্রীরা

জলপাইগুড়ি: মানবসেবার শপথ নিয়ে নার্সিং পেশায় প্রথম পদক্ষেপ রাখলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সিং ছাত্রীরা। তিন মাসের থিয়োরি ও প্রাকটিক্যাল প্রশিক্ষণ শেষে বুধবার শহরের রবীন্দ্রভবনে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা শপথ গ্রহণ করেন।

Nursing students of Jalpaiguri Medical College take oath

এদিনের অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নার্সিং স্কুলের ৭১ জন ছাত্রী শপথ নিয়ে হাসপাতালের রোগীদের সেবার কাজে নিজেদের নিবেদিত করার অঙ্গীকার করেন। এখন থেকে তাঁরা বিভিন্ন ওয়ার্ডে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন।

নার্সিং স্কুলের প্রিন্সিপাল রেবা ধর জানান, “তিন মাসের প্রশিক্ষণ শেষে ছাত্রীদের ওয়ার্ডে কাজ করার জন্য প্রস্তুত করা হয়েছে। এখন থেকে তাঁরা রোগীদের সেবা করবেন এবং তিন বছর পর পুরোপুরি নার্সিং প্রশিক্ষণ সম্পন্ন করবেন।”

এই বিশেষ দিনে ছাত্রীদের চোখে ছিল উচ্ছ্বাস, আর মনে ছিল দায়িত্ববোধের দীপ্তি। আগামী দিনে এঁরাই হয়ে উঠবেন মানবসেবার প্রতীক, স্বাস্থ্য পরিষেবার অন্যতম স্তম্ভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *