“সীতা” নামে আপত্তি; হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ ফেব্রুয়ারি’২৪ : ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহি জালা জুওলজিকাল পার্ক থেকে গত ১২ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে এক সিংহ দম্পতিকে। সেই সিংহের নাম রাখা হয়েছে আকবর এবং সিংহীর নাম রাখা হয়েছে সীতা। আর এই সীতা নামেই তীব্র আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

তাঁরা সিংহীর সীতা নাম বদল চেয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

সংগঠনের জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় বলেন, বেঙ্গল সাফারি পার্কে যেই সিংহী আনা হয়েছে তাঁর নাম রাখা হয়েছে সীতা। এতে হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে। তাই এই নাম নিয়ে তীব্র আপত্তি জানিয়ে উচ্চ আদালতের দারস্থ হলেন।

মামলার আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, ত্রিপুরা থেকে যে সিংহ দুটিকে আনা হয়েছে, তার সরকারি নথিতে তাদের নাম লেখা ছিল প্যানথেরা লায়ন মেল ও ফিমেল। পাশাপাশি তাদের আইডি নম্বর দেওয়া ছিল। কিন্তু এখানে আসার পর তাদের নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা।

তাই সীতা নামের পরিবর্তন চেয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হল। এতে স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারির ডাইরেক্টরকে মামলার পার্টি করা হয়েছে। আগামী ২০ তারিখ মামলার শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *