শিক্ষকের ভূমিকায় থানার ওসি; পড়ালেন প্রশাসনিক পাঠ

রাহুল মন্ডল, মালদা : মালদা মানিকচকের ভুতনি থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসংযোগ কর্মসূচি সহ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো ভুতনি চন্ডিপুর হাই স্কুলে। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভুতনি থানার ওসি কুনাল কান্তি দাস, ভুতনি চন্ডিপুর হাইস্কুলের টিচার ইনচার্জ বরুণ কুমার ঝা , থানার এসআই বিশ্বজিৎ মাহাতো সহ অন্যান্য শিক্ষক ,শিক্ষিকা এবং পড়ুয়ারা।

বুধবার ভুতনি থানার ওসি কুনাল কান্তি দাস রীতিমত শিক্ষকের ভূমিকায় আজ ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে দেখা যায়। তবে এই কোন বিষয় ভিত্তিক ক্লাস নয় ট্রাফিক আইন থেকে বাল্যবিবাহ সমস্ত সামাজিক ও প্রশাসনিক বিষয়ের উপর আলোকপাত করতে থাকেন আজকের এই আলোচনা সভায়। সাথে রীতিমতো জনসংযোগ করতে থাকেন ছাত্র-ছাত্রীদের সাথে। কয়েকশ ছাত্রছাত্রীদের নিয়ে আজকের এই জনসংযোগ ও সচেতনামূলক শিবিরের আয়োজন করা হয়। শিবির শেষে ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা জানায় আমরা অনেক নতুন বিষয় জানতে পারলাম আজ এই শিবির থেকে। আজ ভুতনি থানার ওসি স্যার আমাদের ক্লাস নিলেন। প্রশাসনিক নিয়ম কানুন যেমন ট্রাফিক আইন, সেফ ড্রাইভ সেভ লাইফ এর মত কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমরা খুশি। এই বিষয়ে আমরাও সাধারণ মানুষকে সচেতন করতে পারবো। সাথে বাল্যবিবাহের মত অপরাধ রুখতেও আমরা সমাজে এগিয়ে থাকার চেষ্টা করব।

এদিনের কর্মসূচি প্রসঙ্গে ভুতনি থানার ওসি কুনাল কান্তি দাস জানান জেলা পুলিশের নির্দেশে আমরা ভুতনি চন্ডিপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক শিবিবের আয়োজন করেছিলাম। ছাত্র-ছাত্রীদের উৎসাহ আমাকে আপ্লুত করেছে। তাদের কাছে শিক্ষকের ভূমিকায় আজ ক্লাস করতে পেরে আমি খুশি। ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের মাধ্যমেই সমাজ প্রগতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *