আনুষ্ঠানিকভাবে অঙ্কুরোদগম মুখপত্র’ ২০২২ প্রকাশিত হল

নির্মল কুমার ঘোষ, কলকাতা, ১৪ জুলাই ২০২২ : অঙ্কুরোদগমের কবিতা কল্লোল বার্ষিক অনুষ্ঠানে ১১ই জুলাই কলকাতার অবনীন্দ্র সভাঘরে উপস্হিত বিভিন্ন জেলা থেকে আগত কবিদের সামনে আনুষ্ঠিকভাবে অঙ্কুরোদগম মুখপত্র’২০২২ প্রকাশিত হয়। জেলার সম্পাদকদের মধ্যে সামিল ছিলেন শুভাশিস হালদার, মুনমুন ভৌমিক দাম, ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য, সৈকত ঘোষ, অঞ্জনা দে ভৌমিক প্রমুখ। এছাড়া সভাপতি তাপস মহাপাত্র। সম্পাদিকা নমিতা দাস তার সম্পাদকীয়তে বলেন, “রোমান্স নয়, কোন কিছু ধরে রাখতে একটা শক্তপোক্ত কাঠামো প্রয়োজন, ব্যক্তি হোক বা সংগঠন। ভালোবাসা গড়ে তুলতে সহায়ক হয়।ভালোবাসার কোলাহলে অঙ্কুরোদগম আজ মুখর।সাহিত্যের পাশাপাশি সাংস্কৃতিক গুরুত্ব দিতে চাই।অঙ্কুরোদগম রোমান্সে বিশ্বাসী নয়, হৃদয় ও উদ্যম নিয়ে সংগঠন। আমরা অঙ্কুরোদগম, হৃদয় হতে অঙ্কুরোদগম।

Officially  ankurodgom Spokesperson' 2022 published

মুখপত্রে নিবন্ধে বিশিষ্ঠ লেখক ও কবিদের মধ্যে লেখা রয়েছে অঞ্জনা দে ভৌমিক, প্রবীর কুমার মুখার্জী, সৈয়দ হাসমত জালাল, চন্দ্রাবলী মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য, কৌশিক চক্রবর্তী, মুনমুন ভৌমিক দাম, সৌমিত বসু, দীপক বন্দোপাধ্যায়, কমল ভট্টাচার্য্য, সুমন দিন্দা, আলো চৌধরী, ঈশিকা ভট্টাচার্য্য, অতসী চক্রবর্তী ঠাকুর, শুভাশীষ হালদার, আইভি দত্ত, গৈরি শঙ্কর সিংহ, কল্লোল চক্রবর্তী, উদয় সাহা, ড: তপন কুমার বিশ্বাস, ইদারুল ইসলাম, মাধবী তালুকদার, সবিতা সরকার, সঞ্চালি রায়, রনেন রায়, নুপুর কোলে, তথাগত দে, নির্মল কুমার ঘোষ, আরতি রায়, শেখর কর, শশাঙ্ক শেখর পাল, পার্থ বন্দ্যোপাধ্যায়, মিতা ভৌমিক, ড: রিতা দে, জয়তোষ ঘোষ, শর্মী ঘোষ প্রমুখ। প্রচ্ছদ ও অলংকরণ বসন্ত সেন, ফটো মনিকা ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *