নববর্ষের সকালে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ছিল ভক্তি; ভালোবাসা আর বিশ্বাসের ঢল

কলকাতা : নববর্ষ মানেই নতুন সূর্য, নতুন আশার আলো। আর সেই নতুনের প্রথম প্রার্থনা যখন হয় দেবীর চরণে, তখন তা হয়ে ওঠে এক অপার আত্মিক অভিজ্ঞতা।

আজ পয়লা বৈশাখ। ১৪৩২ বঙ্গাব্দের প্রথম সকালে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ছিল ভক্তি, ভালোবাসা আর বিশ্বাসের ঢল। শহর ছাড়িয়ে গ্রাম, জেলা – নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে এসেছিলেন ভবতারিণী মায়ের আশীর্বাদ নিতে। কারও হাতে ফুল, কারও হাতে নতুন হাল খাতার লাল খাম, সকলের মনে একটাই প্রার্থনা – শান্তি, সমৃদ্ধি, সুস্থতা।

On New Year's morning there was devotion in the Dakshineswar temple premises; love and faith abounded.

সূর্য ওঠার আগেই দীর্ঘ লাইন মন্দির চত্বরে। ব্যবসায়ী, গৃহিণী, চাকুরিজীবী, বৃদ্ধ, কিশোর – যেন গোটা বাংলা এসে মিশেছে মায়ের চরণে। এদিন কেবল দক্ষিণেশ্বর নয়, নৈহাটির বড়মা ও শ্যামনগরের ব্রহ্মময়ী কালীতলাও সাক্ষী থেকেছে মানুষের এই নিবেদন আর বিশ্বাসের।

মন্দির কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তা ও সুসংগঠিত ব্যবস্থাপনায় নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এই মহাজনসমাগম।

নতুন বছরের প্রথম সকালটা তাই শুধুই উৎসব নয়, ছিল একটা উপলব্ধি— যতই সময় বদলাক, ভক্তির টান আর বিশ্বাসের শক্তি কোনওদিন ফুরোয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *