বর্ষশেষের দিনে শীতের আমেজ শহর জলপাইগুড়িতে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ ডিসেম্বর’২৩ : বর্ষ শেষে শীতের উপস্থিতি জলপাইগুড়ি তিস্তা পাড়ে। বিগত কয়েক দিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও শনিবার রাত থেকেই জলপাইগুড়ি সহ ডুয়ার্স জুড়ে বইছে হিমেল হাওয়া, আর এই হিমেল হাওয়ার কাঁধে চেপেই যেন দীর্ঘ প্রতীক্ষার পর শীত এলো তিস্তা পাড়ে।

রবিবার ভোর থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ, মাকড়সার জালে আটকে থাকা রাতের কুয়াশা জানান দিচ্ছে ঠান্ডা পরেছে। ভোরের আলোয় ফুটতেই পথের ধারে আগুন জ্বালিয়ে উত্তাপের খোঁজে জলপাইগুড়ি।

On the last day of the year the mood of winter in the city of Jalpaiguri

শীতের আগমন হতেই বেলুন দিয়ে বাস সাজিয়ে যাত্রা শুরু পিকনিক দলের। সকাল থেকেই পারদের তাপমাত্রা অনেকটাই কম ছিল। যদিও বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মেলে এ দিন। ঠান্ডায় বের হয়ে সাধারণ মানুষরা বলেন, শীত পড়েছে অনেকটাই।আর ভাপা পিঠা বিক্রেতারা বলেন, শীত পড়েছে তাই তাদের বিক্রিও অনেকটাই বেড়েছে। সব মিলিয়ে বর্ষ শেষের দিনে শীতের আমেজ শহর জলপাইগুড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *