পুজো দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই বাস

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি’২৪ : দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই বাস। ঘটনায় আহত বেশ কয়েকজন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের জোড়াব্রিজ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস পুলিশের একটি গাড়িকে ওভারটেক করতে যায়।

On the way back from puja a bus loaded with devotees met with an accident

সেসময় উল্টো দিক থেকে একটি টোটো সামনে চলে আসে। তখন বাসটি হঠাৎ করে ব্রেক কষে। এরফলে পেছনে থাকা চলন্ত ওই পুণ্যার্থী বোঝাই বাসটি ওই যাত্রীবাহী বাসটির পেছনে সজোরে ধাক্কা মারে। বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বাসের মধ্যে থাকা বেশ কয়েকজন পুণ্যার্থী আহত হন। তাদের উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ওই পুণ্যার্থীরা জলপাইগুড়ি থেকে একটি বাস ভাড়া করে সাতকুরার গর্তেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *