রাহুল মন্ডল, মালদা : বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বরযাত্রীর গাড়ি উল্টে দুর্ঘটনায় গুরুতর আহত ২৭ জন। ঘটনাটি ঘটে বামনগোলা ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায়। একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাছে বোলেরো পিকআপ গাড়ি উল্টে যায়। এলাকাবাসীরা দেখতে পেয়ে ছুটে আসে। তড়িঘড়ি উদ্ধারের কাজ শুরু করে এবং ঘটনার খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ ছুটে আসে। বামনগোলা থানার পুলিশ ওই বোলেরো পিকআপ ভ্যানে থাকা আহতদের মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। জানা গেছে তার মধ্যে পাঁচ জনের অবস্থার অবনতি হতে থাকলে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে তাদের সকলেরই বাড়ি বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলের মদনাবতি গ্রামে। গত বৃহস্পতিবার রাতে বিয়ে করতে যায়। গাজোল এলাকায় আজ বিয়ে করে ফেরার পথে ছাগলকে বাঁচাতে গিয়ে বোলেরো পিকআপ ভ্যান গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। গাড়িচালক পলাতক। আহতদের চিকিৎসা চলছে।
