সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ জুলাই ২০২২ : ২১ শে জুলাই সেরে বাড়ি ফেরার পথে মালদা স্টেশনে নেশা চক্রের শিকার হয়ে সর্বস্ব খুইয়ে জলপাইগুড়ি রোড স্টেশনের রেল লাইনে প্লাস্টিক কুড়াচ্ছিলেন এক যুবক। স্থানীয় মিষ্টি ব্যাবসায়ীর সহযোগিতায় বাড়ি ফিরলেন তিনি।
কোচবিহার জেলার নাটা বাড়ির বাসিন্দা হাসু শেখ নামে এক যুবক ২১ শে জুলাই কর্মসূচিতে যোগ দিতে এলাকার তৃনমূল কর্মীদের সাথে কলকাতায় যান। কর্মসূচি সেরে আবার গত ২২ শে জুলাই তারা ট্রেনে চেপে কোচবিহারের উদ্দ্যেশ্যে রওয়ানা দেন।
পথে মালদা স্টেশনে নামেন তিনি। এরপর আর কিছুই খেয়াল নেই তার। পরদিন সকালে তার জ্ঞান আসলে দেখেন তিনি স্টেশনে শুয়ে আছেন। সাথে কিছুই নেই। তার শরীর টলমল করছিল। মাথাও কাজ করছিল না।
এরপর তিনি স্থানীয় তৃনমূল কর্মীদের সাথে যোগাযোগ করলে তারা তাকে ট্রেনে বসিয়ে দেন বলে জানা যায়। ট্রেনে উঠে তিনি দিকবিদিক শূন্য হয়ে যান। তার বাড়ি কোথায় তাও ভুলে যান।
শনিবার সকালে ঘুরতে ঘুরতে জলপাইগুড়ি রোড় স্টেশন সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকার স্থানীয় মিষ্টি ব্যাবসায়ী কার্তিক দাস দেখতে পান এক যুবক বস্তা নিয়ে প্লাস্টিক কুড়োচ্ছে। তিনি তাকে ডেকে খাবার দেন। এরপর তার নাম জিজ্ঞাসা করলে তিনি কিছুই বলতে পারছিলেননা। খালি তার বাড়ির লোকের মোবাইল নম্বর বলেন। এরপর কার্তিক বাবু তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করলে তারা এসে আজ উপযুক্ত প্রমান দিয়ে হাসু শেখকে বাড়ি নিয়ে যান।