লাটাগুড়ি : সুস্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়ার পর দেড় মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগে উত্তাল লাটাগুড়ি। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ময়নাগুড়ি-লাটাগুড়ি ৭১৭ নম্বর জাতীয় সড়কে অবরোধে শামিল হন স্থানীয় বাসিন্দা ও শিশুর পরিবার। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর ঝাড়মাটিয়ালি সুস্বাস্থ্যকেন্দ্রে বুধবার কবিতা অধিকারী ও কৌশিক অধিকারীর দেড় মাসের শিশুকন্যাকে টিকা দেওয়া হয়। তবে রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের লোকেরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা কবিতা অধিকারী জানান, “টিকা নেওয়ার সময় আমার মেয়ে পুরোপুরি সুস্থ ছিল। রাতে আচমকা জ্বর আসে, আমরা ওষুধ খাইয়ে দিই। কিছুক্ষণ পর সে জোরে হাঁচি দেয়, তখন নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এরপরই সে ঝিমিয়ে পড়ে। দ্রুত জলপাইগুড়ি মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর নেই।”

মালের ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপঙ্কর কর জানিয়েছেন, “শিশুটি অপুষ্টিজনিত সমস্যায় ভুগছিল এবং সময়ের আগেই জন্মেছিল। নিয়ম মেনেই তাকে টিকা দেওয়া হয়েছিল। এখানে স্বাস্থ্যকর্মীদের কোনো গাফিলতি ছিল না। তবে, পরিবারের অভিযোগ থাকলে তারা থানায় মামলা করতে পারেন। ময়নাতদন্ত হলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, উত্তর ঝাড়মাটিয়ালি সুস্বাস্থ্যকেন্দ্রে তালা ঝুলছে। ফলে স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করা যায় নি। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।