নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ মে ২০২২ : প্রায় সাত মাস আগে জলপাইগুড়ির জয়পুর চা বাগানে এক মহিলাকে খুনের ঘটনায় মানিক রায় নামে এক যুবককে আটক করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

রবিবার শিলিগুড়ির কাছে আশিগড় এলাকা থেকে তাকে আটক করা হয়। কোতয়ালী থানার আইসি অর্ঘ্য সরকার জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিস সূত্রে খবর, গত বছর অক্টোবর মাসে ভারতি বর্মণ (৩০) নামে এক মহিলার রক্তাক্ত দেহ মেলে জয়পুর চা বাগান থেকে। তখন থেকেই অভিযুক্ত মানিকের খোঁজ চলছিল। অভিযুক্ত জলপাইগুড়ির পান্ডা পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।