নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত সহ গ্রেপ্তার একজন (ভিডিও সহ)

জলপাইগুড়ি : নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত সহ গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু ছেত্রীকে কাফ সিরাপ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

One arrested with seizure of banned cough syrup

এই বিষয়ে জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, গতকাল রাতে এই অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে কাফ সিরাপ। কালীপুজোর মধ্যে পুলিশের যেমন ডিউটি চলছে তার পাশাপাশি অন্যান্য কাজগুলিও অব্যাহত রয়েছে। নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে যেমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তেমনি জেলা জুড়ে জুয়া সহ বেআইনি কাজও রোধ করা সম্ভব হয়েছে। নিচের ভিডিওতে শুনুন পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপতের বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *