সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ জুলাই ২০২২ : উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার চক্রান্তের প্রতিবাদ জানিয়ে ও বিজেপিকে জবাব দিতে ১২ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি প্রক্রিয়া করল জলপাইগুড়ি যুব তৃণমূল। জেলার সব ব্লক থেকে এক লক্ষের বেশি যুব তৃণমূলের কর্মীদের ১২ জুলাইনের সভায় থাকার প্রস্তুতি শুরু করল যুব তৃণমূল। অন্যদিকে ২১ জুলাইয়ের কর্মসূচিকে সামনে রেখে কোন ব্লক থেকে কতজন কলকাতায় যাবেন সেই প্রস্তুতি করা হল বুধবার পুরসভার প্রয়াস হল ঘরে। রাজগঞ্জের বিধায়ক তথা তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল লোপামুদ্রা অধিকারী, স্বরূপ মন্ডল এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
১২ জুলাই ধুপগুড়ি পুর ফুটবলের খেলার মাঠে সভার আয়োজন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই সভায় এক লক্ষ্য নেতা কর্মীর থাকবেন এই লক্ষ্য মাত্রা রাখা হয় যুব তৃণমূলের উদ্যোগে। প্রত্যেক ব্লকের সভাপতি কতজনকে নিয়ে যাবেন, কোন গাড়িতে কিভাবে যাবেন তা তুলে ধরা হয়েছে। একাধিক বাস, ম্যাজিক, পিকআপ ভ্যান থাকছে কর্মীদের সভামঞ্চে নিয়ে যাওয়ার জন্য। ১৬টি সাংগঠনিক ব্লক সভাপতি সভামঞ্চে শপথ নিয়ে জানালেন কে কত কর্মীকে সভামঞ্চে নিয়ে যাবেন। সভাপতিরা কতজনকে নিয়ে যাবেন, কটা বাস দেওয়া হবে সব কিছু খাতায় লিপিবদ্ধ করা হয়েছে।
জেলা যুব সভাপতি সৈকত চাট্যাজি বলেন,”এক লক্ষ নেতা কর্মী সভায় উপস্থিত থাকবেন। সভা থেকে বিজেপিকে জবাব দেওয়া হবে রাজ্য ভাগের চক্রান্তের বিরুদ্ধে।”
অন্যদিকে জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন,”দলের মূল শক্তি যুব তৃণমূল। এক লক্ষ মানুষের সমাবেশ হবে সভাতে। অন্যদিকে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে প্রচার চলবে। আজকের সভা থেকে দলের ব্লক সভাপতিদের টার্গেট দেওয়া হল।”