পোস্ট অফিসের ছাদের চাঙর ভেঙে আহত এক

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ মে ২০২২ : পোস্ট অফিসের ছাদের চাঙর ভেঙে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোমবার জলপাইগুড়ি দিনবাজারের সাব পোস্ট অফিসে। স্থানীয় সূত্রে খবর, এদিন প্রতিদিনের মতই পোস্ট অফিসের কাউন্টারে দাঁড়িয়ে ছিলেন এক গ্রাহক। হঠাৎই পোস্ট অফিসের ছাদের চাঙ্গরের কিছুটা অংশ তার শরীরে পড়ে বলে অভিযোগ।

ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় পোস্ট অফিস চত্বর এলাকায়। এ বিষয়ে আজ দিনবাজার সাব পোস্ট অফিসে আসা ওপর এক গ্রাহক সরস্বতী মন্ডল জানালেন, শুনতে পেয়েছি এমন একটি ঘটনা ঘটেছে।

One person was injured when the roof of the post office collapsed

আমাদের ভয় লাগছে, কেন না যখন তখন আরো এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনের সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিস সূত্রে খবর- উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *