সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ জুলাই ২০২২ : বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জখম দু’জন। বুধবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে। মৃত যুবকের নাম গনেশ রায় ( বয়স ৩৯)। মৃত যুবক ময়নাগুড়ি উত্তর মোয়ামারী বাসিন্দা। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্ত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পুলিশ মর্গে। পরিবার সুত্রে জানা গেছে, গতকাল রাতে ময়নাগুড়ি থেকে বাইক নিয়ে হাসপাতালে শ্বাশুড়িকে দেখতে আসছিলেন গনেশ। গনেশের সঙ্গে বাইকে ছিল তার দুই বন্ধু। তিস্তা সেতু এলাকায় দ্রুত গতিতে আসা একটি লরি গনেশের বাইকের পিছনে ধাক্কা মারে বলে অভিযোগ। বাইক দুমড়ে মুচড়ে গেছে। পুলিশ বাইকটি উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গনেশের বলে দাবি। দুই বন্ধুকে জখম অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই চিকিৎসা চলছে দুজনের। মৃতের আত্মীয় গজেন রায় বলেন, “শ্বাশুড়ি হাসপাতালে দেখতে আসছিল সেই সময় দুর্ঘটনা হয়। লরির ধাক্কায় মৃত্যু হয়েছে গনেশের। দুজনের চিকিৎসাধীন।”
