বিশ্বজিৎ নাথ : রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের বিতর্কিত মন্তব্যে শোরগোল। এদিন বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিশহর পুরসভার ২ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে অংশ নেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন।
বিধায়ক বলেন, “এই রাজ্যে এখন মেয়েরা সুরক্ষিত নন। এমনকি মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও সুরক্ষিত নন। তাই আমি বলব, মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েদেরই উচিত এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা।”

তিনি আরও বলেন, “তৃণমূল সরকারের আমলে নারীদের উপর নির্যাতনের সংখ্যা বেড়েছে। তাই রাজ্যের সমস্ত মহিলাদের, কোনো দলীয় পতাকা ছাড়াই, ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। তৃণমূল শিবিরের এক স্থানীয় নেতা বলেন, “মুখ্যমন্ত্রী সম্পর্কে এভাবে ব্যক্তিগত আক্রমণ অত্যন্ত নিন্দনীয় ও রাজনৈতিক সৌজন্যের পরিপন্থী।” অন্যদিকে বিজেপির একাংশ বলছে, শঙ্কর ঘোষের বক্তব্য মূলত নারীদের আত্মরক্ষার আহ্বান হিসেবেই দেখা উচিত।
রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই শঙ্কর ঘোষের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত ভোটের পর রাজনৈতিক উত্তাপ কিছুটা কমলেও, এই মন্তব্যে ফের জোরালো হয়ে উঠতে পারে বঙ্গ রাজনীতির লড়াই।