সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩১ জানুয়ারি’২৪ : গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি রানীনগরে ৩১ নং জাতীয় সড়কে মোষ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল BSF এর জলপাইগুড়ি সেক্টরের ৪০ ব্যাটেলিয়ানের বিশেষ টিম। উদ্ধার হল ৪৪ টি মোষ। গ্রেফতার হলেন চার পাচারকারী।

মঙ্গলবার চারজনকে কোতয়ালী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে BSF এর পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলেন মোজাফ্ফরপুরের বাসিন্দা মহম্মদ উকিল, মহম্মদ সাকিল, মহম্মদ সামিম, সাদেক আলী তিনজনই পাঞ্জিপাড়ার বাসিন্দা। জানা গেছে ৪০ ব্যাটেলিয়ানের বিশেষ টিম ৩১ নং জাতীয় সড়কে ওত পেতে ছিল। মোষ বোঝাই ট্রাককে আটকে তাদের কাগজপত্র দেখতে চায়। তারা কোন কিছুই দেখাতে পারেনি। এরপরে ট্রাকের ড্রাইভার সহ চার জনকে BSF গ্রেফতার করে।