শিলিগুড়িতে লিটিল ম্যাগাজিন মেলার আয়োজন, নামকরণ ‘উত্তরের হাওয়া’

শিলিগুড়ি: আগামী ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত শিলিগুড়ি কলেজ প্রাঙ্গনে আয়োজিত হতে চলেছে লিটিল ম্যাগাজিন মেলা। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির উদ্যোগে আয়োজিত এই মেলার নাম রাখা হয়েছে ‘উত্তরের হাওয়া’। মেলায় উত্তরবঙ্গের আটটি জেলা থেকে প্রায় ৪০০ জন কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করবেন।

মেলাকে কেন্দ্র করে শিলিগুড়ি পুরনিগমে প্রস্তুতি বৈঠক করেন মেয়র গৌতম দেব। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক- শিক্ষিকারা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, মেলার উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

উল্লেখ্য, এই মেলা লিটিল ম্যাগাজিন প্রকাশক, কবি ও সাহিত্যিকদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। মেলা আয়োজনের উদ্দেশ্য সাহিত্য সংস্কৃতির প্রসার এবং নতুন প্রজন্মকে সাহিত্য ও সৃজনশীলতায় আগ্রহী করে তোলা।

শহরে সাহিত্যপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে। তিন দিনের এই মেলা শিলিগুড়ির সাহিত্যিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *