কুষ্ঠজনিত অঙ্গবিকৃতির অস্ত্রপ্রচার শিবির অনুষ্ঠিত

জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের কুষ্ঠ বিভাগের উদ্যোগে বুধবার সুপার স্পেশালিটি হাসপাতালে অনুষ্ঠিত হল কুষ্ঠজনিত অঙ্গবিকৃতির অস্ত্রপ্রচার শিবির। কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক দলের সক্রিয় অংশগ্রহণে শিবিরটি পরিচালিত হয়।

এই শিবিরে পূর্বে থেকে চিহ্নিত জেলার ৩০ জন কুষ্ঠ রোগী, যাদের কুষ্ঠজনিত অঙ্গবিকৃতি হয়েছে, তাঁদের অস্ত্রপ্রচার করে অঙ্গের স্বাভাবিকতা ফিরিয়ে দেওয়া হয়। চিকিৎসা প্রক্রিয়াটি পরিচালনা করেন আর জি কর মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রূপনারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল।

শিবিরে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কল্যাণ খাঁ, সুপারসহ স্বাস্থ্য দফতরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক।

ডা. রূপনারায়ণ ভট্টাচার্য বলেন, “এই প্রক্রিয়া সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় চলতে থাকে। কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে অঙ্গবিকৃতি হওয়া রোগীদের অস্ত্রপ্রচার করে তাঁদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ আমরা করে থাকি।”

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের MSVP কল্যাণ খাঁ বলেন, “এই ধরনের শিবির কুষ্ঠ রোগীদের স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে। আমরা প্রতিটি রোগীকে সঠিক চিকিৎসা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার জানান, “জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে কুষ্ঠ রোগের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য এই ধরনের শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এদিনের শিবিরটি কুষ্ঠ রোগীদের মানসিক ও শারীরিক উন্নতিতে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *