নতুন ভোটাররা বিজেপিকে ভোট দিন। ময়নাগুড়িতে আবেদন মিঠুনের। মহাগুরুর আবেদনকে ফিল্মি ডায়লগ। কাজে আসবে না বলে কটাক্ষ তৃনমূলের।
সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ এপ্রিল’২৪ : নিজের মূল্যবান ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন। বিজেপি নতুন বাংলা গড়বে। ময়নাগুড়িতে ভোট প্রচারে এসে নতুন ভোটারদের কাছে এই আবেদন করে গেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের সমর্থনে রবিবার ময়নাগুড়িতে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। প্রায় এক ঘন্টা ধরে রোড শো করেন তিনি। আর রবিবারের মিঠুনের রোড শোতে হাজার হাজার মানুষের ভিড় হয়। আর এর জেরে ময়নাগুড়ি কার্যত অবরুদ্ধ হয়ে যায়।রোড শো শেষ করে মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন ভোটারদের কাছে আবেদন করে বলেন, বিজেপি নতুন বাংলা গড়বে। তাই তাঁরা ভোট নষ্ট না করে সবাই মিলে জোট বেঁধে যেন বিজেপিকে ভোট দেয়। মিঠুন চক্রবর্তীর এই আবেদন কে কটাক্ষ করেছেন তৃনমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য নিতাই কর। তিনি বলেন, মমতা ব্যানার্জী ছাত্র যুব মহিলাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ইতিমধ্যে উন্নত বাংলা গড়ে ফেলেছেন। তাই মানুষ তৃনমূলের সাথে আছে। আর তাই মিঠুনের নতুন বাংলা এই জাতীয় ডায়লগ সিনেমায় ভালো লাগে। বাস্তবে নয়।