
সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ ফেব্রুয়ারি’২৪ : আগামীকাল বিদ্যার দেবী সরস্বতীর পুজো। আর তার আগেই সরস্বতী প্রতিমাকে আনতেই উৎসাহিত মানুষের ভিড় দেখা গিয়েছিল সোমবার রাতে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় মধ্যে ১৪ নাম্বার ওয়ার্ডের সরস্বতী পূজা, দায়রা আদালতের পুজো সহ আরও কয়েকটি সরস্বতী পূজার প্রতিমা আনতে অনেক মানুষকে দেখা গিয়েছিল। সারি সারি মিছিল করে মহিলারা সরস্বতী পূজার প্রতিমা আনতে ভিড় করেছিলেন এদিন।

বাগদেবীর আরাধনার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্কুলগুলি। বরাবরই বিভিন্ন থিমের উপর পুজো করে জলপাইগুড়ি জিলা স্কুল। এবছর তাদের থিম ভাবনা “বসন্ত”। বসন্তের বিভিন্ন চিত্রকে তুলে ধরা হবে মণ্ডপ সজ্জায়। জলপাইগুড়ি জিলা স্কুলের অঙ্কন বিষয়ের শিক্ষক শিবেন চট্টোপাধ্যায় এর তত্ত্বাবধানে এই থিমের উপর কাজ করা হচ্ছে। শিবেন বাবুকে সাহায্য করছে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা।

এবিষয়ে শিক্ষক শিবেন চট্টোপাধ্যায় জানান, এই থিম আমার মাথায় বহু দিন থেকেই ছিল, তাই এবার এটিকে স্কুলের সরস্বতী পুজোর থিম হিসেবে বেছে নিয়েছি। প্রায় ১৫ থেকে ২০ দিন সময় লেগেছে আমাদের এই ছবি তুলে ধরতে। বসন্ত কথাটা মাথায় এলে আমাদের বিভিন্ন রঙের কথা মাথায় আসে, তাই আমাদের থিমে বিভিন্ন রঙের কাজ থাকবে। আমাদের এই থিমে পরিবেশ সংক্রান্ত বিষয়, যেমন ফুল, পাখি এগুলোকেও তুলে ধরা হয়েছে।

অপর দিকে বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র অরিজিৎ দাস বলে, আমি এখন পড়াশোনার সূত্রে শহরের বাইরে থাকি। কিন্তু এখনও স্কুলের পুজোর কাজ হলে সেই দূর থেকে ছুটে চলে আসি। এবছর আসতে একটু দেরি হয়েছে কিন্তু তাও চলে এসেছি। এখানে এলে স্কুলের পুরনো স্মৃতি মনে পড়ে যায়।