নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার থেকে শুরু হয়েছে পাড়ায়, পাড়ায় শিক্ষালয় । এদিন অন্যান্য বিদ্যালয়ের পাশাপাশি জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়েও শুরু হল পাড়ায়, পাড়ায় শিক্ষালয় তাদের বিদ্যালয়ের মাঠে । ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সিংহ বলেন আমাদের বিদ্যালয়ে প্রাক- প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাড়ায় শিক্ষালয় শুরু করলাম প্রতিটি ক্লাসের ৩০জন ছাত্রদের নিয়ে। তিনি আরও বলেন এতে বাচ্চাদের আবার সেই পড়াশোনা মনোযোগ হবে । পড়ুয়ারা অনেকই খুশি লাগছে । কারণ দুই বছর পর বাচ্চাদের সঙ্গে দেখা বন্ধুদের।

অন্যদিকে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা কলোনি এলাকায় পাতকাটা আর আর প্রাথমিক বিদ্যালয়েও আজ শুরু হল পাড়ায়, পাড়ায় শিক্ষালয় নিজস্ব স্কুলের মাঠেই । প্রধান শিক্ষক স্বরজিৎ চাকী বলেন শিশুদের এরফলে পড়াশুনায় আগ্রহ বৃদ্ধি হবে, মনোযোগ বৃদ্ধি পাবে। প্রাক- প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু হল আজ থেকে। প্রদিন ৮০জনের বেশী ছাত্রদের নিয়ে ত্রিপল মাঠে পেতে ক্লাস শুরু হল। পড়ুয়ারা খুব আনন্দিত বহুদিন পর স্কুলে আসতে পেরে। দুই বছর পর ফের বন্ধুদের সঙ্গে দেখা। এদিন মিড-ডে মিল খাওয়ানো হবে বলে জানান প্রধান শিক্ষক।