সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর : স্কুলের পোশাকের রং বদল রোধে সরব হয়েছেন জলপাইগুড়ির অভিভাবকেরা। সেন্ট্রাল গার্লসের পর সোমবার জলপাইগুড়ি জিলা স্কুল প্রাথমিকের ছাত্রদের সরকারি নির্দেশিকা মেনে নীল – সাদা পোশাক দেওয়ার তীব্র প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা। অভিভাবকেরা জানিয়েছেন, বৃহস্পতিবার ছাত্রদের হাতে এই পোশাক দেওয়া হয়েছিল। তবে এই পোশাক পরে ছেলেদের স্কুলে পাঠাতে অস্বীকার করেছেন তাঁরা। আজ স্কুলের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অভিভাবকদের দাবি, স্কুলের চিরায়ত ঐতিহ্যবাহী কালো – সাদা পোশাক রাখতে হবে। সব স্কুলের পোশাক একই রংয়ের হলে কোনও দুর্ঘটনা ঘটলেও তো কে কোন স্কুলের ছাত্র বা ছাত্রী তা চিহ্নিত করা যাবে না। ছাত্রদের জিলা স্কুলের চিরায়ত ঐতিহ্যবাহী কালো সাদা পোশাক পরেই তাঁরা স্কুলে পাঠাবেন বলে জানিয়েছেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, তারা আজ নীল সাদা পোশাক ফেরত দিতে আসেন স্কুলে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের থেকে পোশাক ফেরত নিচ্ছে না। তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও মন্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
