বেতন বৃদ্ধির দাবিতে জলপাইগুড়িতে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ, জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান

জলপাইগুড়ি : বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন পার্শ্ব শিক্ষকরা। বৃহস্পতিবার পার্শ্ব শিক্ষক যৌথ মঞ্চের উদ্যোগে একটি বিশাল মিছিল সংগঠিত হয়। মিছিলটি সমগ্র শিক্ষা মিশন দপ্তর চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলাশাসকের দপ্তরে পৌঁছায়। সেখানে শিক্ষকরা বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি প্রদান করেন।

পার্শ্ব শিক্ষক যৌথ মঞ্চের পক্ষ থেকে যে দাবিগুলি পেশ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো—
বেতন বৃদ্ধি, C.C.L (চাইল্ড কেয়ার লিভ) অনুমোদন, মেডিক্যাল লিভ বৃদ্ধির পাশাপাশি তা জমা রাখার ব্যবস্থা, মৃত পার্শ্ব শিক্ষকদের পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান, ট্রান্সফার ব্যবস্থার চালু করা
সহ অন্যান্য কিছু প্রশাসনিক দাবিও রাখা হয়েছে স্মারকলিপিতে।

জলপাইগুড়ি জেলা আহ্বায়ক কমল বাড়ৈ বলেন,
“পার্শ্ব শিক্ষকরা দিনের পর দিন অবহেলিত। আমরা ন্যায্য অধিকার চাই। আমাদের দাবিগুলো না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।”

পার্শ্ব শিক্ষক পার্থ ভৌমিক বলেন, “আমরা ছাত্রদের পাশে দাঁড়াই, অথচ আমাদের ন্যূনতম সুযোগ-সুবিধা দেওয়া হয় না। আমরা চাই প্রশাসন আমাদের সমস্যাগুলি গুরুত্ব সহকারে দেখুক।”

এই কর্মসূচিতে জেলার বহু শিক্ষক-শিক্ষিকা যোগ দেন। বিক্ষোভ শেষে পার্শ্ব শিক্ষক যৌথ মঞ্চের প্রতিনিধিরা জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন। পরবর্তী সময়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকে তাকিয়ে রয়েছেন পার্শ্ব শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *