সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ জুলাই ২০২২ : রাজ্যের সরকারিভাবে সিলমোহরপ্রাপ্ত শিল্পীদের প্রাপ্ত অনুষ্ঠানের পারিশ্রমিকের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের ওই কর্মীদের সাথে সরকারি শিল্পীদের একাংশের যোগ সাজোস রয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার কারণে বৃহস্পতিবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন জেলার বিভিন্ন জায়গা থেকে আসা শিল্পীরা।
এ বিষয়ে শিল্পী জ্যোৎস্না বর্মা বলেন এখানে পার্থ চ্যাটার্জির মতো ঘটনা হচ্ছে বলে মনে হচ্ছে। কেননা একজন মন্ত্রী হয়ে যদি এত টাকা আত্মসাৎ এর মত ঘটনা ঘটে সেক্ষেত্রে এখানে তো অনেক ছোট ব্যাপার। আমাদের সন্দেহ অফিসের একাংশ এর মধ্যে জড়িত রয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে শিল্পী দুর্গা রায় বলেন, ঘটনাটি অনভিপ্রেত। আমরা এর বিরুদ্ধে আবেদন করেছি।
ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মিতেন্দ্র ছেত্রী জানান।