সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ জুলাই ২০২২ : শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতিগ্রস্ত প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হল। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এমনই প্রতীকি পার্থ চ্যাটার্জি বানিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয় জলপাইগুড়িতে।
শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ির ডিবিসি রোডের বিজেপি পার্টি অফিসের সামনে থেকে এই মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ। অভিযোগ, শিক্ষক নিয়োগে দুর্নীতির চরম নজির তৈরি করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। একই সঙ্গে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি করেন তিনি। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।