পতঞ্জলীর উদ্যোগে রাখীবন্ধনে সীমান্তরক্ষী জওয়ানদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন

জলপাইগুড়ি, ৯ই আগস্ট’২৫ : রাখী পূর্ণিমার শুভ দিনে কবিগুরুর অনুপ্রেরণায় জাতি–ধর্ম নির্বিশেষে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে জলপাইগুড়ি মহিলা পতঞ্জলি যোগ সমিতির উদ্যোগে স্থানীয় নবযুবক সংঘ সভা কক্ষে আয়োজন করা হল বিশেষ রাখীবন্ধন অনুষ্ঠান।

জলপাইগুড়ির রানীনগরের BSF জওয়ান ভাইদের উপস্থিতিতে এই অনুষ্ঠান মিলনমেলার রূপ নেয়। পতঞ্জলীর সদস্যারা জওয়ানদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে ও হাতে রাখি বেঁধে শুভেচ্ছা জানান। পাশাপাশি উপস্থিত সকল অতিথিকে সম্মানিত করা হয়। আয়োজক কমিটির কর্ণধার সবিতা সরকার জানান, প্রতিবছরই এই দিনে জওয়ান ভাইদের আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানের শুরুতে সমবেত স্তোত্রপাঠ ও সঙ্গীত পরিবেশিত হয়। অতিথি আসন অলঙ্কৃত করেন প্রণব সরকার, পারুল রায় ও কৃষ্ণা বসু ঠাকুর। এছাড়াও মাধবী তালুকদার, জ্যোতিষ বর্মন সহ অনেকে উপস্থিত ছিলেন। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন দীপঙ্কর সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *