মিতালী এক্সপ্রেস নিয়ে অভিমানী হলদিবাড়ির মানুষ

বিকাশ সরকার, হলদিবাড়ি, ১ জুন ২০২২ : দীর্ঘ প্রতীক্ষার বাঁধন ভেঙ্গে অবশেষে হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছালো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক ট্রেন “মিতালী এক্সপ্রেস” (Mitali Express)। হলদিবাড়ি প্ল্যাটফর্মের দুই ধারে উৎসাহী জনতা আহবান জানালেন মিতালী এক্সপ্রেসকে। পুষ্প বৃষ্টির মধ্যে দিয়ে স্বাগত জানালেন মানুষের বহুদিনের কাঙ্খিত দুই বাংলার মধ্যে সংযোগকারী যাত্রীবাহী মিতালী এক্সপ্রেসকে। সত্যিই মানুষ আজ আবেগে বিগলিত। সে কারণেই শুধু হলদিবাড়ির আমজনতা নয় বিভিন্ন এলাকার মানুষরা আজ এসেছেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে। অনেকে আজ ট্রেনের পাশে দাঁড়িয়ে ক্যামেরায় বন্দি করলেন নিজেদের ছবি এবং সেলফি তুলতে ভোলে নি নতুন প্রজন্ম। কিন্তু এত উৎসাহ উদ্দীপনার মাঝেও হলদিবাড়ির মানুষের মুখে অভিমানের সুর। হলদিবাড়ি স্টেশনে আজ উপস্থিত অনেক সাধারণ মানুষরাই জানালেন, তারা এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি হলেও হলদিবাড়ি থেকে প্যাসেঞ্জার ওঠানামা করার ব্যবস্থা না থাকায় মর্মাহত। উল্লেখ্য, নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেসের মাঝে কোন জায়গায় যাত্রী ওঠানামার সুবিধা আপাতত নেই। ট্রেনটি পথে ভারতের শেষ স্টেশন হলদিবাড়ি ও বাংলাদেশের প্রথম স্টেশন চিলাহাটিতে কিছুক্ষনের জন্য দাঁড়াবে চালক পরিবর্তনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *