সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ অক্টোবর : জলপাইগুড়ি শহরের বিগ বাজেটের শ্যামা পূজার মধ্যে এবার জলপাইগুড়ি গোমস্তা পাড়ার নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের শ্যামা পুজো অন্যতম। এবছর তাদের পুজো ৬৪ তম বর্ষে পদার্পণ করল। তাদের এবার পুজোর থিম কেদারনাথের মন্দির। শনিবার রাতে এই মন্ডপের উদ্বোধন হলো। মন্ডপের উদ্বোধন করলেন টলিউডের প্রখ্যাত অভিনেতা আবির চট্টোপাধ্যায়। যাকে দেখতে রীতিমতো সাধারণ মানুষের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

এই প্রথমবার জলপাইগুড়িতে আসেন আবির চট্টোপাধ্যায়। তিনি বলেন, দীপাবলি হল আলোর উৎসব। সবার জীবনে আলো আসুক এটাই প্রার্থনা। জলপাইগুড়ি আসা প্রসঙ্গে অভিনেতা জানান, এখানে এসে তার খুব ভালো লাগছে। এত মানুষের ভালোবাসা পেয়ে তার কাজ করার উৎসাহ বেড়ে গেছে।
