জলপাইগুড়িতে স্থায়ী সার্কিট বেঞ্চ চালু হতে চলেছে এ বছরই (ভিডিও সহ)

জলপাইগুড়ি: এ বছরই জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ চালু হতে চলেছে। শনিবার, জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর এলাকার জাতীয় সড়কের পাশে নির্মীয়মান স্থায়ী সার্কিট বেঞ্চ পরিদর্শন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি শম্পা সরকার।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভীন, পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপতসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। বর্তমানে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন জেলা পরিষদের ডাকবাংলায় কলকাতা হাইকোর্টের অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু রয়েছে।

জাতীয় সড়কের ধারে নির্মীয়মান স্থায়ী সার্কিট বেঞ্চের কাজ চলছে দ্রুত গতিতে। এদিন বিচারপতিদ্বয় নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে কাজের অগ্রগতি এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত তথ্য নেন।

Permanent circuit bench to be launched in Jalpaiguri this year

জলপাইগুড়ি শহরের মানুষের কাছে এটি একটি বড় মাইলফলক হতে চলেছে। বিচারব্যবস্থার আরও সহজলভ্যতার জন্য এটি বিশেষ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *