শ্রমিকদের বকেয়া পিএফ-গ্রাচুইটির টাকা মেটাতে না পারায় ধৃত শ্যামনগরের এভরিল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির পার্সোনাল ম্যানেজার


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২২ আগস্ট’২৩ : শ্রমিকদের বকেয়া পিএফ-গ্যাচুইটির টাকা মেটাতে না পারায় ধৃত শ্যামনগর ওয়েভারলি জুটমিলের এভরিল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের পার্সোনাল ম্যানেজার। সোমবার রাতে জগদ্দল থানার পুলিশ মিলের ভেতর থেকে পার্সোনাল ম্যানেজার অমিত ঘোষকে গ্রেপ্তার করেছে। সূত্র বলছে, আটজন শ্রমিকের গ্যাচুইটির টাকা না মেটানোয় সার্টিফিকেট অর্ডার হওয়া সত্ত্বেও, টাকা মেটায় নি মিল কর্তৃপক্ষ।

Personnel Manager of Avril Infrastructure Company Shyamnagar arrested for not being able to pay dues of PF-gratuity to the workers.

অবশেষে ফাইভ অফ বেঙ্গল পাবলিক রিকভারি এক্ট আইন মোতাবেক পুলিশ অমিত ঘোষকে গ্রেপ্তার করেছে। ঘটনা নিয়ে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, অনেকদিন মিল বন্ধ থাকার পরও শ্রমিকদের পি-এফ, গ্যাচুইটি দিতে ব্যর্থ মিল কর্তৃপক্ষ। শ্রমিকদের সার্টিফিকেট মামলায় মিলের পার্সোনাল ম্যানেজারকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রশাসনকে পদক্ষেপকে সাধুবাদ জানালেন সাংসদ অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *